নবীনগরে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে মারধর ও ভাংচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
- প্রকাশের সময় : ১০:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
নবীনগরে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে মারধর ও ভাংচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানদারকে মারধর ও ভাংচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এসে এ প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির’র সভাপতি বাইজিদ আহমেদ বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, আলম মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক মামুন, জাহিদুল ইসলাম জিহাদ, শাহিদ আহেমেদ, ইয়াসিন আরাফাত রিমন, মোঃ হানিফ, শামিম মিয়া সহ আরো অনেকেই।
বক্তারা অভিযুক্ত আলমগীরের বিভিন্ন অপকর্ম তুলে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জানান, বিগত ১৭ বছর আওয়ামী লীগের আমলে এমন কোনো অপকর্ম নাই যে খাজা আলমগীর করে নাই। তার কারণে শ্যামগ্রাম ইউনিয়নের জনগণ অতিষ্ট হয়ে আজ প্রতিবাদ সমাবেশ করেছে।