
মোঃ আলগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন জুলাইপাড়া গ্রামে বাকপ্রতিবন্ধী মোঃ হেদায়েত উল্লাহকে পিটিয়ে গুরতর আহত করেছে তার পরিবার। ১৬ জুন শুক্রবার সন্ধায় এই ঘটনা ঘটে। বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহ আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসাপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় হেদায়েত উল্লার স্ত্রী রাকিবা আক্তার বাদী হয়ে পরিবারের ৬ জনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে জানাযায়,জুলাইপাড়া গ্রামের মজিদ মোল্লার ২ ছেলে ৪ মেয়ে।দুই ছেলের মধ্যে বড় ছেলে মোঃ হেদায়েত উল্লাহ জন্মের সময় থেকে সে বাকপ্রতিবন্ধী। হেদায়েত উল্লাহ তিন বছর পূর্বে একই গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়ে কে বিয়ে করে। তার একটি সন্তান রয়েছে। সে বাকপ্রতিবন্ধী হওয়ায় হেদায়েত উল্লাহ ও তার স্ত্রীর উপর অমানসিক নির্যাতন করে আসছে মা,বাবা,ভাই ও বোন সহ পরিবারের সবাই। ১৬ জুন সন্ধায় তার বাবা ও ছোট ভাই মিলে তাকে মারধর করে গুরতর আহত করে। আহত অবস্থায় থাকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করে। সম্পত্তির লোভে তাকে প্রাণনাশের চেষ্টা করেছে বলেও গ্রাম বাসীর অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসীন্ধারা বলেন,হেদায়েত উল্লাহ বাকপ্রতিবন্ধী। তাকে কয়েক দিন পরপর তার পরিবারের সবাই মিলে মারধর করে। কয়েকদিন পূর্বে তার স্ত্রী কে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ায় সে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তার বউ কে এনে দেওয়ার চেষ্টা করলেও পরিবারের লোক জন তার স্ত্রী কে এনে দেয় নাই। তাই পরিবারের উপর হেদায়েত উল্লাহ ক্ষিপ্ত ছিলেন।গত ১৬ জুন সন্ধায় বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাকে মারধর করে গুরতর আহত করেছে তার পরিবার। তার চোখে ও মাথায় আঘাত করেছে। ডাক্তার বলছে তার একটি চোখ নষ্ট হয়ে যাবে।
স্থানীয় বাসীন্দা,ইমরুল শিবলী রোমান প্রতিদিনের পোস্টকে বলেন, বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহকে তার পরিবার মিলে অমানসিক নির্যাতন করে। দুই দিন পূর্বে তাকে এমন ভাবে মারধর করেছে সে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমাদের ধারনা সম্পত্তির লোভে তার ছোট ভাই নাজমুল ও পরিবারের সবাই মিলে বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহ কে মারধর করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তাকে মেরে ফেলা।
হেদায়েত উল্লার স্ত্রী রাকিবা আক্তার প্রতিদিনের পোস্টকে বলেন, আমাকে ও আমার স্বামীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে আমার শুশুর, দেবর,ননদ ও শাশুরি। কয়েক দিন পূর্বে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। দুই দিন আগে আমার স্বামীকে মারধর করে গুরতর আহত করে। আমার স্বামী এখন ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। আমি আজ তাদের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।
নবীনগর থানার ওসি তদন্ত মো. সোহেল মামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন,হেদায়েত উল্লার স্ত্রী রাকিবা আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।