নবীনগরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া
- প্রকাশের সময় : ০৮:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিরপুর যুবদল ও ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুবদল নেতা গোলাম মোস্তফার সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন যুবদল নেতা আবু রাশেদ সরকার।
এতে বিএনপি নেতা মাজেদুল হক শাজাহান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন, নবীনগর পৌর যুবদলের আহবায়ক মোঃ আলী আজ্জম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নয়ন, সৈয়দ আহমেদ, হান্নান, আব্দুর রহমান, আবুল কালাম মেম্বার, ডা. মোজাম্মেল হক, মাকছুদুল হক, আশরাফুল আলম, রুমন সরকার, রানা আহাম্মেদ সরকার, জামাল মিয়া, গোলাম হোসেন, শহিদুল সরকার, তাইজুদ্দিন, আউয়াল সহ অত্র ইউনিয়নের বিএনপি’র অঙ্গ সংগঠন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।