নবীনগরে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার-৫
- প্রকাশের সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১১৯ বার পড়া হয়েছে
মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দিবালকে দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে হামলা,লুটপাট করার অভিযোগ উঠেছে।
রবিবার(১৪ ই জানুয়ারি) দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজারে শ্রীঘর গ্রামের মরহুম পাচু মেম্বারের ছেলে মো.জাকির হোসেনের শিহাব এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী নবীনগর থানায় একটি মামলা দায়ের করলে পাঁচ জনকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে, আলাউদ্দিন, একই গ্রামের, মৃত হাসেম মিয়ার ছেলে, হোসেন মিয়া ও মানিক মিয়া, মৃত অবিদ মিয়ার ছেলে মনির হোসেন, মৃত মালেক মিয়ার ছেলে সোলেমান মিয়া।
জানা যায়, গত ৭ ই জানুয়ারি জাকির হোসেনের দোকান থেকে ১ হাজার টাকা বাঁকি নিয়ে অস্বীকার করে চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিন, পরে এরই জেড় ধরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিষয়ে রবিবার মানিকনগর বাজারে শালিশে বসে স্থানীয় সাহেব সর্দারেরা। ঐ শালিশে বসা অবস্থায় চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিন ও জারু মিয়ার ছেলে ইউসুফ এর নেতৃত্বে ১০/১৫ জনের সংঘবদ্ধ দল রাম দা, কিরিচ, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করেন।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ শিশু মেম্বার বলেন, আমি ও অন্যান্য সাহেব সর্দারেরা শালিশে বসা অবস্থায় চর মানিকনগর গ্রামের কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়ে চলে যায়।
ভুক্তভোগী জাকির মিয়া বলেন, জানুয়ারি ৭ তারিখে চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিন আমার দোকান থেকে ১ হাজার টাকা বাঁকি নিয়ে অস্বীকার করলে দুজনের মধ্যে কথা কাটাকটি হয়। বিষয়টি নিয়ে বাজার কমিটির লোকজনসহ বাজারের আহসান উল্লাহ দোকানে সালিশে বসেন, এ অবস্থায় যখন দেখেন আলাউদ্দিনের বিপক্ষে রায় যাবে তখন আগে থেকেই চর মানিক নগর থেকে নৌকায় করে নিয়ে আসা রাম দা, কিরিচ, পিস্তল সহ লাঠিসোঁটা নিয়ে আলাউদ্দিনের নেতৃত্বে ১০/১৫ জন লোক হামলা, লুটপাট করে চলে যায়। এঘটনায় আমার দোকানে বিকাশের নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।