নবীনগরে মহিলা আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি আনন্দ র্যালী বের হয়ে নবীনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা নুরুন্নাহার বেগম এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, সাতমোড়া ইউপি পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন জহির উদ্দিন চৌধুরী শাহান।
দেশের বিভিন্ন দপ্তরে নারীদের সম্মানের কথা উল্লেখ করে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট প্রদানের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী ইয়াবের হাসান জামিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য টিটন চন্দ্র পাল, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী খাইরুল আমিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাহউদ্দিন বাবু, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ স্বপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মরিয়ম বেগম, সদস্য লুৎফুন্নাহার বেগম, ইউপি সংরক্ষিত সদস্য ইসমতআরা জাহান, আনোয়ারা বেগম, বিশিষ্ট সমাজ সেবিকা সাবিনা ইয়াছমিন পুতুল, নার্গিস বেগম, শিল্পী বেগম, জাহানারা বেগম, খালেদা বেগম প্রমুখ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট