ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে মাজার থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

খন্দকার আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে
print news

নবীনগরে মাজার থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দী গনিশাহ (রহ.) মাজার থেকে অজ্ঞাতনামা (৭০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

গত শুক্রবার (১৭জানুয়ারি) রাত ১০ টা দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। জানা যায়, মাজার কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নবীনগর থানায় খবর দেয়। পরে নবীনগর থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম। তিনি বলেন, আমরা রাত সাড়ে ৯ টার দিকে খবর পাই হযরত দয়াল বাবা গনিশাহ (রহ.) মাজারের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি গনিশাহ মাজার ওরস উপলক্ষে গত ২-১ দিন আগে এখানে এসেছিলেন তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি বর্তমানে জেলার সদর হাসপাতালের হিমঘরে রয়েছে ময়নাতদন্তের পর মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মাজার থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
print news

নবীনগরে মাজার থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দী গনিশাহ (রহ.) মাজার থেকে অজ্ঞাতনামা (৭০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

গত শুক্রবার (১৭জানুয়ারি) রাত ১০ টা দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। জানা যায়, মাজার কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নবীনগর থানায় খবর দেয়। পরে নবীনগর থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম। তিনি বলেন, আমরা রাত সাড়ে ৯ টার দিকে খবর পাই হযরত দয়াল বাবা গনিশাহ (রহ.) মাজারের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি গনিশাহ মাজার ওরস উপলক্ষে গত ২-১ দিন আগে এখানে এসেছিলেন তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি বর্তমানে জেলার সদর হাসপাতালের হিমঘরে রয়েছে ময়নাতদন্তের পর মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।