
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট.কম || “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১লা মে) সকালে এ উপলক্ষ্যে উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে একটি র্যালি আলীয়াবাদ থেকে শুরু করে নবীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
জাতীয় শ্রমিক লীগের নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক ফুরকান উদ্দিন মৃধার সভাপতিত্বে ও পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম ইয়াহিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের জেলা সেক্রেটারি মোঃ দুলাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, সহ সভাপতি সুজিত কুমার দেব সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক রিপন ইসলাম, সাবেক আওয়ামী লীগ নেতা নিয়াজুল হক কাজল প্রমুখ।