নবীনগরে শ্রীরামপুর ইউনিয়নের আইন শৃঙ্খলা, উন্নয়ন ও সার্বিক কর্মকান্ড নিয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কম || নবীনগরে শ্রীরামপুর ইউনিয়নের আইন শৃঙ্খলা, উন্নয়ন ও সার্বিক কর্মকান্ড নিয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে শ্রীরামপুর ইউনিয়নের আইন শৃঙ্খলা, উন্নয়ন ও সার্বিক কর্মকান্ড নিয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকী উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান শিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কবির হোসেন মেম্বার, তাজুল ইসলাম মেম্বার, আইয়ুব খান মেম্বার, জাকির হোসেন মেম্বার, গিয়াসউদ্দিন মেম্বার, বিল্লাল হোসেন মেম্বার, ইলিয়াস মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, রিনা বেগম, মর্জিনা বেগম।
অন্যান্যদের মধ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন, সমাজ সেবক আমির হোসেন, সাবেক মেম্বার তোতা মিয়া, নবীনগর উপজেলা যুবলীগের সদস্য কাজী ফখরুদ্দিন, শ্রীরামপুর নবারুণ একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য বাসির মিয়া, সমাজ সেবক হেলাল খন্দকার, সমাজ সেবক আলী হোসেন, সমাজ সেবক এরশাদ খন্দকার, সমাজ সেবক রেহান উদ্দিন রেনু, গোলাম মুর্শেদ, শফিক সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলাউদ্দিন মাস্টার, শ্রীরামপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কাজী জাকী উদ্দিন বলেন, আসুন আমরা সকলে ঐক্য বদ্ধ ভাবে শ্রীরামপুর ইউনিয়ন’কে আইন শৃঙ্খলা মাধ্যমে একটি সুশীল সমাজ ও একটি মডেল শ্রীরামপুর ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট