ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দুই জনের প্রার্থীতা প্রত্যাহার

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৩:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / ১৩১ বার পড়া হয়েছে
print news

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান মহিলা থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শিউলি রহমান।

রবিবার (১৯ মে) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁরা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ আবদুল্লা আল মামুন।

নবীনগর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ৬ষ্ট উপজেলার চতুর্থ ধাপের নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় শেষ মূহুর্তে নির্বাচনের মাঠে রয়েছে।

এ উপজেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪ লাখ ৩৮ হাজার ১৬৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬৯৮ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৪৬৯ জন। উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ভোট আছে ৪৩ হাজার ৮১৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র ২ জন। উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৯টি কেন্দ্র থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দুই জনের প্রার্থীতা প্রত্যাহার

প্রকাশের সময় : ০৩:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
print news

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান মহিলা থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শিউলি রহমান।

রবিবার (১৯ মে) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁরা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ আবদুল্লা আল মামুন।

নবীনগর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ৬ষ্ট উপজেলার চতুর্থ ধাপের নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় শেষ মূহুর্তে নির্বাচনের মাঠে রয়েছে।

এ উপজেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪ লাখ ৩৮ হাজার ১৬৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬৯৮ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৪৬৯ জন। উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ভোট আছে ৪৩ হাজার ৮১৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র ২ জন। উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৯টি কেন্দ্র থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন।