০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগর গোয়ালীতে ট্রান্সফরমার চুরি, ধানক্ষেতে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কম || নবীনগর গোয়ালীতে ট্রান্সফরমার চুরি, ধানক্ষেতে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন গোয়ালী গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় চাষিরা ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

গত কয়েক মাস আগে আরো তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। কৃষকরা জানান সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার সময়ও ট্রান্সফরমারটি ছিল সকালে দেখি, চুরি হয়ে গেছে। এই স্কিমে প্রায় ৯০ বিঘা আমন ধানসহ বিভিন্ন আবাদ রয়েছে। এছাড়া বিভিন্ন সবজিরও চাষ করা হয়েছে। দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন করা না হলে এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সুযোগে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোর।

এখন চলছে আমনের আবাদ এ মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় আমন ধান নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখন সময়মতো ধান ক্ষেতে পানি না দিলে  ধানে চিটা পড়ে যাবে এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। ট্রান্সফরমারের দামও অনেক এই মুহূর্তে আমাদের ট্রান্সফর্মার কেনা সম্ভব না, যদি দ্রুত এ ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হয়, তাহলে অনেক চাষি ক্ষতির শিকার হবে।

নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুল জামান আশিক জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই দুঃখজনক। বিষটি অবগত হওয়ার পর আমাদের পক্ষ থেকে নবীনগর থানায় অভিযোগ করা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করবো। চাষিদের যেন কৃষি খাতে কোনো সমস্যা না হয়, বিষয়টি
খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
জনপ্রিয়

নবীনগর গোয়ালীতে ট্রান্সফরমার চুরি, ধানক্ষেতে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

প্রকাশ : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কম || নবীনগর গোয়ালীতে ট্রান্সফরমার চুরি, ধানক্ষেতে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন গোয়ালী গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় চাষিরা ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

গত কয়েক মাস আগে আরো তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। কৃষকরা জানান সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার সময়ও ট্রান্সফরমারটি ছিল সকালে দেখি, চুরি হয়ে গেছে। এই স্কিমে প্রায় ৯০ বিঘা আমন ধানসহ বিভিন্ন আবাদ রয়েছে। এছাড়া বিভিন্ন সবজিরও চাষ করা হয়েছে। দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন করা না হলে এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সুযোগে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোর।

এখন চলছে আমনের আবাদ এ মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় আমন ধান নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখন সময়মতো ধান ক্ষেতে পানি না দিলে  ধানে চিটা পড়ে যাবে এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। ট্রান্সফরমারের দামও অনেক এই মুহূর্তে আমাদের ট্রান্সফর্মার কেনা সম্ভব না, যদি দ্রুত এ ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হয়, তাহলে অনেক চাষি ক্ষতির শিকার হবে।

নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুল জামান আশিক জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই দুঃখজনক। বিষটি অবগত হওয়ার পর আমাদের পক্ষ থেকে নবীনগর থানায় অভিযোগ করা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করবো। চাষিদের যেন কৃষি খাতে কোনো সমস্যা না হয়, বিষয়টি
খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box