নবীনগর পৌর মেয়রের চার বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৮২ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর খন্দকার, নবীনগর: পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাসের মেয়রের দায়িত্ব নেওয়ার চার বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে তার নিজ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মেয়রের দায়িত্ব নেওয়ার পর গত ৪ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পৌর সভার আয়-ব্যয় ও সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর করোনা পরিস্থিতির কারনে টানা ২ বছর সারাদেশের ন্যায় নবীনগর পৌর কার্যক্রমে ও ব্যাঘাত ঘটেছিল। তবে করোনা পরবর্তী ২ বছরে পৌরসভার সর্বত্র রাস্তা সংস্কার ও নির্মান, সড়ক বাতি, ডাম্পিং স্টেশন স্থাপন সহ ব্যাপক উন্নয়নমূলক কাজের মাধ্যমে পৌর নাগরিকদের সুবিধা দেয়ার চেষ্টা করেছি। সকলের সহযোগিতা পেলে আরো উন্নত পৌরসভা উপহার দিতে পারবো বলে আশা করছি।
এসময় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ পৌর পরিষদের কাউন্সিলর এবং পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।