ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগর প্রেসক্লাবে নবযাত্রা: নবাগত সদস্য বরণ ও দায়িত্ব হস্তান্তর

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১১:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে
print news

নবীনগর প্রেসক্লাবে নবযাত্রা: নবাগত সদস্য বরণ ও দায়িত্ব হস্তান্তর

উৎসবের আমেজে, উচ্ছ্বাসের আবহে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নবাগত সদস্যদের বরণ ও নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এক নবযাত্রার সূচনা হলো। শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত দুই পর্বের এক অনাড়ম্বর হৃদয়গ্রাহী অনুষ্ঠানে নবীন-প্রবীণের মিলনমেলায় প্রাণের সঞ্চার ঘটে।

প্রথম পর্বে, দীর্ঘদিন পর প্রেসক্লাবে যোগ দেওয়া ২৭ জন নবাগত সদস্যকে মাল্য পরিয়ে ও সুগন্ধী রজনীগন্ধা দিয়ে বরণ করা হয়। এ যেন অভ্যর্থনার এক স্নিগ্ধ আবেশ, যেখানে নতুনরা পেলেন আগত দিনের অনুপ্রেরণা, আর প্রবীণরা স্মরণ করলেন ক্লাবের গৌরবোজ্জ্বল অতীত।

দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এবং সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ দায়িত্ব তুলে দেন নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ উজ্জ্বলসহ ১১ সদস্যের হাতে। দায়িত্ব হস্তান্তরের এ মাহেন্দ্রক্ষণে যেন নতুন প্রত্যয়ের সুর বেজে ওঠে—সংবাদকর্মীদের এই অঙ্গন আরও প্রগাঢ় হবে দায়িত্বশীলতা ও সততার বন্ধনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিকগণ, যাঁরা তাঁদের অভিজ্ঞতা ও ভালোবাসায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। তাঁরা প্রেসক্লাবের অতীত ঐতিহ্যকে সুরক্ষিত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার পরামর্শ দেন।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, তাজুল ইসলাম চৌধুরী, জহিরুল হক বুলবুল, কামরুল ইসলাম, মোঃ আলমগীর, আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মনিরুল ইসলাম বাবু, মনির হোসেন, আবু কাওসার, মোঃ জসিম উদ্দিন, খান জাহান আলী চৌধুরী, মোহাম্মদ হেলাল মিয়া, আব্বাস উদ্দিন হেলাল, জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম, মোঃ সফর আলী, কাওছার আহমেদ, খায়রুল এনাম, রাশেদুল ইসলাম, দেবব্রত দাস, টিটন দাস, সাইফুর রহমান বাশার, নাসরিন আক্তার, তানজিনা শিলা, শফিউল আলম, খন্দকার আলমগীর হোসেন, মাহাবুর রহমান, নুরুল আলম, মমিনুল হক রুবেল প্রমুখ।

2d45fece c329 4900 b079 6ac0fb56f5e5

নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করে প্রেসক্লাবের নিরবচ্ছিন্ন উন্নয়ন ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই আয়োজন শুধু দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে সাংবাদিকতার মশাল তুলে দেওয়ার প্রতীকী আয়োজন। নবীনগর প্রেসক্লাব নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে আরও সুদূরপ্রসারী সাফল্যের পথে—এমনটাই প্রত্যাশা সবার।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর প্রেসক্লাবে নবযাত্রা: নবাগত সদস্য বরণ ও দায়িত্ব হস্তান্তর

প্রকাশের সময় : ১১:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
print news

নবীনগর প্রেসক্লাবে নবযাত্রা: নবাগত সদস্য বরণ ও দায়িত্ব হস্তান্তর

উৎসবের আমেজে, উচ্ছ্বাসের আবহে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নবাগত সদস্যদের বরণ ও নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এক নবযাত্রার সূচনা হলো। শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত দুই পর্বের এক অনাড়ম্বর হৃদয়গ্রাহী অনুষ্ঠানে নবীন-প্রবীণের মিলনমেলায় প্রাণের সঞ্চার ঘটে।

প্রথম পর্বে, দীর্ঘদিন পর প্রেসক্লাবে যোগ দেওয়া ২৭ জন নবাগত সদস্যকে মাল্য পরিয়ে ও সুগন্ধী রজনীগন্ধা দিয়ে বরণ করা হয়। এ যেন অভ্যর্থনার এক স্নিগ্ধ আবেশ, যেখানে নতুনরা পেলেন আগত দিনের অনুপ্রেরণা, আর প্রবীণরা স্মরণ করলেন ক্লাবের গৌরবোজ্জ্বল অতীত।

দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এবং সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ দায়িত্ব তুলে দেন নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ উজ্জ্বলসহ ১১ সদস্যের হাতে। দায়িত্ব হস্তান্তরের এ মাহেন্দ্রক্ষণে যেন নতুন প্রত্যয়ের সুর বেজে ওঠে—সংবাদকর্মীদের এই অঙ্গন আরও প্রগাঢ় হবে দায়িত্বশীলতা ও সততার বন্ধনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিকগণ, যাঁরা তাঁদের অভিজ্ঞতা ও ভালোবাসায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। তাঁরা প্রেসক্লাবের অতীত ঐতিহ্যকে সুরক্ষিত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার পরামর্শ দেন।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, তাজুল ইসলাম চৌধুরী, জহিরুল হক বুলবুল, কামরুল ইসলাম, মোঃ আলমগীর, আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মনিরুল ইসলাম বাবু, মনির হোসেন, আবু কাওসার, মোঃ জসিম উদ্দিন, খান জাহান আলী চৌধুরী, মোহাম্মদ হেলাল মিয়া, আব্বাস উদ্দিন হেলাল, জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম, মোঃ সফর আলী, কাওছার আহমেদ, খায়রুল এনাম, রাশেদুল ইসলাম, দেবব্রত দাস, টিটন দাস, সাইফুর রহমান বাশার, নাসরিন আক্তার, তানজিনা শিলা, শফিউল আলম, খন্দকার আলমগীর হোসেন, মাহাবুর রহমান, নুরুল আলম, মমিনুল হক রুবেল প্রমুখ।

2d45fece c329 4900 b079 6ac0fb56f5e5

নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করে প্রেসক্লাবের নিরবচ্ছিন্ন উন্নয়ন ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই আয়োজন শুধু দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে সাংবাদিকতার মশাল তুলে দেওয়ার প্রতীকী আয়োজন। নবীনগর প্রেসক্লাব নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে আরও সুদূরপ্রসারী সাফল্যের পথে—এমনটাই প্রত্যাশা সবার।