নবীনগর শিবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৪২ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অলিউর রহমানের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আকছিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সভাপতি আরিফুল ইসলাম টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদ, সহ প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, মহিউদ্দিন আহমেদ, কবির আহমেদ, আবু জামাল, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা হাজ্বী নান্নু মিয়া, হুমায়ুন মেম্বার, এরশাদুল হক এরশাদ, শাহেদ চৌধুরী, আল আমিন চৌধুরী, মোঃ সাদেক মিয়া, দারুমিয়া, আলী মিয়া, তারিকুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম বাবু, সোহেল, শাহজাহান, জুয়েল, আবদুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব।
অনুষ্ঠান শেষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।