
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নয়াপল্টনে মিছিল করল ছাত্রলীগ|
রাজধানীর নয়াপল্টন এলাকায় রাস্তা খুলে দেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা যাতে এই এলাকায় অবস্থান নিতে না পারেন, সেজন্য কিছুক্ষণ পরপর টহল দেওয়া হচ্ছে।
তবে এমন পরিস্থিতিতেও বিনা বাধায় নয়াপল্টনে মিছিল ও মহড়া করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পল্টন থানা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল ও মহড়া দিচ্ছেন বলে জানা গেছে।
এর আগে নয়াপল্টন এলাকায় সড়ক বন্ধ রাখাকালীন নাইটিঙ্গেল মোড়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সমাবেশ সফল করতে মিছিল ও স্লোগান দিয়েছিলেন দলটির সমর্থকেরা। তখন পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে ছত্রভঙ্গ করে দেয়।
জানা যায়, সকাল থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ের ফটকে তালা ঝুলছে। কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ। নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গলির মুখে পুলিশ অবস্থান নিয়েছে।কার্যালয়ের আশপাশের এলাকায় যারা বিভিন্ন প্রয়োজনে যাচ্ছেন, তারা পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারছেন। কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে না পেরে দুপুরে বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে নাইটিঙ্গেল মোড় থেকে ৩ জনকে আটক করে পাশের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট