নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু
- প্রকাশের সময় : ০৪:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৮০ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে নানাবাড়িতে পুকুরে ডুবে (নাতি) শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের দরবেশনগর (দুর্গানগর) গ্রামে এ ঘটনাটি ঘটে।
ওই শিশুর নাম সিয়াম মিয়া। সে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বুগলি গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার ছেলে।
শিশুটির নানা মো. রুহুল আমিন বলেন, আমার নাতি সিয়াম তার মায়ের সঙ্গে আমার বাড়িতে বেড়াতে আসে। আজ শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে সিয়াম আমার বাড়ির পুকুরে পড়ে যায়। তার বোন রামিশা পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সনি কুমার সাহা বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আমরা শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি।