নামাজরত অবস্থায় ইমামের প্রাণ গেল
- প্রকাশের সময় : ১০:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ১৬৪ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট: গাজীপুরে নামাজরত অবস্থায় মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম (৫৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার, (১২ জানুয়ারি) গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে ফজর নামাজের সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা গেছে, ফজর নামাজের সময় তিনি ইমামতি করছিলেন, তাকবীরে তাহরীমা বেঁধে কিরাত শুরুর আগ মুহূর্তে হঠাৎ ঢলে পড়েন। এ সময় মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের খতিব ও মোয়াজ্জিন বর্তমানে সৌদি আরবে ওমরা হজ্ব পালন করছেন। আজ শুক্রবার মাওলানা নুরুল ইসলামের জুমার নামাজে ইমামতি করার কথা ছিল। কিন্তু এদিন ফজরই ছিল তার শেষ ইমামতি। তবে তার আর ইমামতি করা হলো না।
তিনি প্রায় ২৭ বছর যাবৎ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে অত্যন্ত সুনামের সহিত ইমামতি করে আসছিলেন।
আজ জুমার নামাজের পর জানাজা শেষে তার লাশ জেলার শ্রীপুরে নিয়ে দাফন করা হয়।