
মিহির দেব , ব্রাহ্মণবাড়িয়া :
নাসিরনগর উপজেলা ফান্দিউক ইউনিয়নের ২২ এপ্রিল , শনিবার বলভদ্র নদী থেকে এক অজ্ঞাত যুবতীর অনুমান ১৯ থেকে ২০ বছরের একটি
ভাসমান লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে । এদিন সকাল ১১ ঘটিকায় স্থানীয়রা বলভদ্র নদীর কচুরিপানা ডোবার মধ্যে এক যুবতীর ভাসমান লাশ দেখতে পেয়ে নাসিরনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ডুবা থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করে। তবে মৃত ওই যুবতীর কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত নারীর কোন পরিচয় জানা যায়নি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Facebook Comments Box