
মিহির কুমার দেব, ব্রাহ্মণবাড়িয়া :
নাসিরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মোছামৎ হোসনা (২৮) নামে এক গৃহবধূ পালিয়ে গেছে বলে অভিযোগ নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণলাংকার নিয়ে মোছামৎ হোসনা (২৮) নামে এক গৃহবধূ পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ এপ্রিল বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুরে এঘটনা ঘটে। সে উপজেলার নুরপুর উত্তরপাড়ার সৌদি প্রবাসী রাজন মিয়ার স্ত্রী। এ ঘটনায় ১৫ এপ্রিল গৃহবধূর স্বামী প্রবাসী রাজন মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্ত্রী মোছামৎ হোসনা কে বিবাদী করা হয়। গৃহবধূর স্বামী প্রবাসী রাজন মিয়া জানান, ১৪ বছর বছর আগে উপজেলার নুরপুরের টেন্ডারবাড়ির মোছামৎ হোসনার সাথে আমার বিয়ে হয় এবং আমার ঔরসে তার গর্ভে তিন ছেলে মেয়ে জন্ম লাভ
করে। বিয়ের কয়েক বছর পর আমি জীবিকার তাগিদে সৌদি আরব চলে যাই। তবে আমাদের মধ্য ভাল সুসম্পর্ক ছিল এবং বিদেশ থাকাকালীন সময়ে সবসময় যোগাযোগ হতো।
হঠাৎ জানতে পারি নুরপুর সড়ক বাজারের দোকানদার উপজেলার পূর্বভাগের আব্দুল আহাদের পুত্র আনোয়ার তালুকদার(২৫) এর সাথে আমার পাঠানো তিন লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ নিয়ে সে পালিয়ে গেছে।
কি কারণে চলে গেছে তিনি কিছুই বুঝতে পারছেন না। এসময় বাসায় থাকা অন্যান্য মালামালও নিয়ে যায় বলে জানান রাজন । পরে অনেকে খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করি ।