
নিজস্ব প্রতিনিধি:- কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠার বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বুধবার গরুর হাট বসার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, বছরের প্রথম বুধবার থেকে শেষ বুধবার পর্যন্ত স্কুলে শিক্ষার্থীরা না আসার কারণে এই বিদ্যালয়ের শিক্ষার মান ঝড়ে পড়ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। কিন্তু গরুর হাটের ইজাদাররা প্রভাবশালী হওয়ায় পাশ্ববর্তী এলাকার গ্রামবাসীরা এই অভিযোগ করতে ভয় পায় বলে এলাকায় অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, ইজারাদাররা খুবই প্রভাবশালী। তাদের উপর দিয়ে কথা বললে তাদের উপর বিপদ আসতে পারে বলে তারা চুপ থাকছেন। প্রতি বছর ০১ বৈশাখ থেকে ৩০ শে চৈত্র পর্যন্ত এই গরু বাজারটি লক্ষ লক্ষ টাকা এই প্রভাবশালী মহলটি প্রতিবছর ইজারা নিয়ে থাকেন।
আঠার বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল প্রতিদিনের পোস্টকে জানান, তিনি উপজেলা প্রশাসনকে গরুর হাটের বিষয়টি অবগত করেন। তিনি আরও বলেন, তিনি একা স্কুলের মাঠের মধ্যে গরুর হাটের বিষয়টি পারছেন না বলে উল্লেখ করেন।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন প্রতিদিনের পোস্টকে জানান, এই বিষয়টি তিনি দেখবেন।