নৌকাকে বিজয়ী করতে নবীনগরে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৯:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৩১ বার পড়া হয়েছে
মো. আলমগীর হোসেন, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলকে নির্বাচিত করার লক্ষ্যে নবীনগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু। এছাড়াও ২১টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য, মহিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ফয়জুর রহমান বাদলকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।