
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পদত্যাগের বুদ্ধিদাতারা অচিরেই পস্তাবেন:কাদের|
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বুদ্ধি যারা দিয়েছেন, তারা অচিরেই পস্তাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।’
তিনি আরও বলেন, ‘বিএনপির কোনো সংবিধান নেই, মির্জা ফখরুল কবে সেক্রেটারি জেনারেল হয়েছেন তার মনে নেই। সম্মেলন কবে হয়েছে তাও তিনি জানেন না।’
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালামকে পুনরায় নির্বাচিত করা হয়।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট