
মিহির কুমার দেব : ব্রাহ্মণবাড়িয়া :
১৭ এপ্রিল সোমবার এন আর ভবনে বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজির মিয়ার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিজ বাসভবনে এসব ঈদ বস্ত্র বিতরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে তিন হাজার দুইশ শাড়ি লুঙ্গি বিতরণ করেন ।
বস্ত্র বিতরণ উপলক্ষে উপজেলা কৃষকলীগের সভাপতি মো: অলি মিয়ার সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফের সঞ্চালনায় , অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজির মিয়া। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার, জেলা কৃষকলীগের সদস্য এম এ কাসেম, হাজী সামছু মিয়া, উপজেলা কৃষকলীগের
সাধারণ সম্পাদক এস এম নুরে আলম,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আরমান মিয়া,নাসিরনগর সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মো: গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ মিয়া , বুড়িশ্বর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি রাফিজউদ্দিন । এ সময় দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরণ করা হয়ছে। এ সময় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ নাজির মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার ১৩ টি ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লূঙ্গী বিতরণ করছি। তাই আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী দুঃস্থ ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসবেন।