
দেবেশ চন্দ্র ভৌমিক নাসিরনগর :
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের সাধারণ গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ ঘটিকায় ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়েজন করা হয়। প্রতি ওয়ার্ডে ০৮টি করে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভলাকুট ইউনিয়নের কৃতিসন্তান প্রতিবাদী ব্যাক্তিত্ব বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোঃশামীম মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভলাকুট ইউনিয়নের সাবেক মেম্বার জনাব মোঃ ফরিদ মিয়া ভাই।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার আগামী দিনের স্বপ্নদ্রষ্টা সাধারণ জনগণের কান্ডারী বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির সাহেব। সভায় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা কৃষক লীগের সম্মানিত সভাপতি জনাব মোঃ অলি মিয়া, সংগ্রামী সাধারণ সম্পাদক এস এম নূরে আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক,ঢাকা হাইকোর্টের এড, জনাব আব্বাস উদ্দিন ভাই, সাংগঠনিক সম্পাদক এড, মোঃ মিজানুল হক, উপজেলা কৃষক লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বাবু দেবেশ চন্দ্র ভৌমিক উপজেলা কৃষক লীগের সম্মানিত সদস্য বাবু প্রমোদ মল্লিক, আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আলী,ও ভলাকুট ইউনিয়নের প্রতিবাদী কন্ঠস্বর সাধারণ গরীব দুঃখী মানুষের আস্থাভাজন জনাব মোঃ শামীম মিয়া ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম গোলামনূর সাহেবের সুযোগ্য সন্তান উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম আরমান নূর,দৈনিক
বাংলাদেশ সমাচার পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার বাবু মিহির কুমার দেব। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নাজির মিয়া বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শারীরিক সুস্থতার জন্য সাধারণ মানুষের মাঝে দোয়া প্রার্থনা করেন এবং আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনা করার সুযোগ করে দেন। সাধারণ মানুষের নিকট নাজির মিয়ার দীর্ঘদিনের আওয়ামীলীগের রাজনীতিতে সময় শ্রম ত্যাগের বিষয়টি তুলে ধরেন।তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ার জন্য সবার নিকট দোয়া কামনা করেন এবং মহান সৃষ্টিকর্তা যেন উনাকে সাধারণ মানুষের খেতমত করার তৌফিক দান করেন তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।