১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনোভাবেই বিএনপিকে সড়কে সমাবেশ করতে দেওয়া হবে না। নয়াপল্টনে সহিংসতার জন্য বিএনপিই দায়ী। সেখানে বাধ্য হয়েই বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে।’

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ৪৯ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে ১৬ জন পুলিশ হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে, বোমা মেরেছে। পুলিশের পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অধিকাংশ পুলিশ সদস্য আহত হয়েছেন বোমায়। পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কাঁদুনে গ্যাস মেরেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির জন্য ছাত্রলীগের সম্মেলন আগায় আনতে বলেন প্রধানমন্ত্রী। অথচ তারা ভালো জায়গা ছেড়ে রাস্তায় করতে চায়। রাস্তায় সমাবেশ হবে না।’

বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করা নিষিদ্ধ হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাস্তায় সমাবেশ করতে কোনোভাবেই দেওয়া হবে না। কালশিতে (মিরপুরের) বড় মাঠ আছে, সেখানে সমাবেশ করলে কোনো সমস্যা হবে না। সেখানে পুলিশ ও সরকার সহযোগিতা করবে।’

এ সময় বিএনপিকে ‘একগুঁয়েমি’ ছেড়ে কোনো মাঠে সমাবেশ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সমাবেশস্থল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মনোভাবে পরিস্থিতি নাজুক হওয়া যে শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে সামনে উভয় পাশের সড়কের ব্যারিকেড তুলে নিয়েছে পুলিশ। ব্যারিকেড তুলে নিলেও সড়কের উভয় পাশে অনেক পুলিশ মোতায়েন রয়েছে। আর বিভিন্ন অলিগলির মুখেও রয়েছে অনেক পুলিশ সদস্য।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

error: Content is protected !!

“পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী”

আপডেট : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনোভাবেই বিএনপিকে সড়কে সমাবেশ করতে দেওয়া হবে না। নয়াপল্টনে সহিংসতার জন্য বিএনপিই দায়ী। সেখানে বাধ্য হয়েই বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে।’

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ৪৯ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে ১৬ জন পুলিশ হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে, বোমা মেরেছে। পুলিশের পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অধিকাংশ পুলিশ সদস্য আহত হয়েছেন বোমায়। পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কাঁদুনে গ্যাস মেরেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির জন্য ছাত্রলীগের সম্মেলন আগায় আনতে বলেন প্রধানমন্ত্রী। অথচ তারা ভালো জায়গা ছেড়ে রাস্তায় করতে চায়। রাস্তায় সমাবেশ হবে না।’

বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করা নিষিদ্ধ হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাস্তায় সমাবেশ করতে কোনোভাবেই দেওয়া হবে না। কালশিতে (মিরপুরের) বড় মাঠ আছে, সেখানে সমাবেশ করলে কোনো সমস্যা হবে না। সেখানে পুলিশ ও সরকার সহযোগিতা করবে।’

এ সময় বিএনপিকে ‘একগুঁয়েমি’ ছেড়ে কোনো মাঠে সমাবেশ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সমাবেশস্থল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মনোভাবে পরিস্থিতি নাজুক হওয়া যে শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে সামনে উভয় পাশের সড়কের ব্যারিকেড তুলে নিয়েছে পুলিশ। ব্যারিকেড তুলে নিলেও সড়কের উভয় পাশে অনেক পুলিশ মোতায়েন রয়েছে। আর বিভিন্ন অলিগলির মুখেও রয়েছে অনেক পুলিশ সদস্য।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box