
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব (বেভুল), প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. মতলিবসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক, পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ উপকারভোগী ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৩৭টি পরিবারের মাঝে ২৮০ বান ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য প্রতি পরিবারকে ৬ হাজার টাকা চেক বিতরণ করা হয়।