
নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার বাড়িতে প্রেমিক মামুনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্য রাতে উপজেলার দক্ষিন খালিয়াবাইদ এই ঘটনাটি ঘটে। নিহত মামুন মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ববীরগাঁও গ্রামের আবু সিদ্দীকের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মামুনের সাথে পার্শ্ববর্তী দক্ষিন খালিয়াবাইদের এক যুবতীর প্রেমের সম্পর্ক চলছিলো। এ সম্পর্কের টানাপোড়েনের এক পর্যায়ে বৃহস্পতিবার মধ্য রাতে মামুন বিভিন্ন জনের কাছে ফোনে মাফমুক্তি চায়। পরে সে রাত ২টার দিকে খালিয়াবাইদ গ্রামের মৃত আইনুল হকের বাড়ী গিয়ে তাদের বাইরের ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মামুন ইদানীং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলো বলে জানা যায়।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।