বগুড়ায় ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন!
- প্রকাশের সময় : ০২:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৬৯ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ায় ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (২ জানুয়ারি) বেলা ১২টায় শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ করা হয়।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী থাকতে হবে। আমাদের নেত্রীকে তিনি যেমন দলীয় কোন প্রগ্রামে থাকতে দিচ্ছেন না, ঠিক তেমনি উনিও থাকতে পারবেন না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করেন বলেন রক্ষিবাহীনি পুলিশ আপনাদের রক্ষা করতে পারবেনা। স্বাধীন দেশে যদি আমরা মিছিল-মিটিং করতে না পারি তাহলে ইয়াহিয়া খান ও আপনাদের মধ্যে পার্থক্য কী। আপনার অনুমতির অপেক্ষা বিএনপি করেনা। এখন থেকে বিএনপির সবক কর্মসূচিত পল্টনের অফিসের সামনে হবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট