ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘ব’ জ্র; পাতে মা ছেলেসহ ৩ জনের প্রা; ণ, গেল’

নাজমুল হক চৌধুরী, নরসিংদী
  • প্রকাশের সময় : ০৯:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ১২৬ বার পড়া হয়েছে
print news

বৃষ্টির সময় নিজ জমিতে ধান কাটছিল মা ছেলে ও এক শ্রমিক। এসয় ব,্‌ জ্রপাতে মৃ; ্ত্যু‌, হয় মা ছেলের। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে এ ব ্‌,জ্র’ পাতের ঘটনা । এ ছাড়া ও হাজীপুর ইউনিয়নে বৃষ্টির সময় বাইরে বের হলে ব.্জ্র‌,,পাতে মা্‌্‌ রা গেছেন আরও ১ জন।

নি;হতরা হলেন- আলোকবালী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৩৫), তার ছেলে ইমন মিয়া (১০) ও ধানকাটা শ্রমিক রায়পুরার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে কাইয়ৃম মিয়া (২০) ও হাজীপুরের চকপাড়া এলাকার মোসলেহ উদ্দিন (৫০)।

নি; ্হ‌,ত সুফিয়া বেগমের আহত স্বামী কামাল মিয়া বলেন, স্ত্রী, সন্তান ও এক শ্রমিকসহ সকাল থেকে মাঠের জমিতে ধান কাটছিলেন। সকাল ১০ টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন তারা। হঠাৎ করে ব,্‌, জ্র; পাত হলে তারা আ,হ ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী ও সন্তানসহ ধানকাটা শ্রমিককে মৃ ;্‌, ত ঘোষণা করেন।

চকপাড়া এলাকার বাসিন্দা নাদের আহমেদ বলেন, আমাদের এলাকার বড় ভাই মোসলেহ উদ্দীন। সকালে বৃষ্টির মধ্যে বাজারের উদ্দেশ্যে বের হয়। এসময় ব, ্জ্র‌,’পাত হলে তার মৃ্‌্‌ ত্যু হয়। তার পরিবার সহ এলাকার সকলেই শো,্কা‌,হত।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবির বাশার বলেন, সকালে ব, ্‌, জ্র; পাতের ঘটনায় ৫ জনকে আমাদের হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৪ জনকে মৃ; ্‌, ত অবস্থায় আনা হয়। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ব, ্‌, জ্র; পাতের পৃথক ঘটনায় ৪ জন নি; ্‌, হত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালের ম;্‌,,র্গে গিয়ে লা্‌্‌,;শ পরিদর্শন করাসহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছে। নি. ্হ‌,; তদের ম;,,রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

‘ব’ জ্র; পাতে মা ছেলেসহ ৩ জনের প্রা; ণ, গেল’

প্রকাশের সময় : ০৯:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
print news

বৃষ্টির সময় নিজ জমিতে ধান কাটছিল মা ছেলে ও এক শ্রমিক। এসয় ব,্‌ জ্রপাতে মৃ; ্ত্যু‌, হয় মা ছেলের। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে এ ব ্‌,জ্র’ পাতের ঘটনা । এ ছাড়া ও হাজীপুর ইউনিয়নে বৃষ্টির সময় বাইরে বের হলে ব.্জ্র‌,,পাতে মা্‌্‌ রা গেছেন আরও ১ জন।

নি;হতরা হলেন- আলোকবালী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৩৫), তার ছেলে ইমন মিয়া (১০) ও ধানকাটা শ্রমিক রায়পুরার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে কাইয়ৃম মিয়া (২০) ও হাজীপুরের চকপাড়া এলাকার মোসলেহ উদ্দিন (৫০)।

নি; ্হ‌,ত সুফিয়া বেগমের আহত স্বামী কামাল মিয়া বলেন, স্ত্রী, সন্তান ও এক শ্রমিকসহ সকাল থেকে মাঠের জমিতে ধান কাটছিলেন। সকাল ১০ টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন তারা। হঠাৎ করে ব,্‌, জ্র; পাত হলে তারা আ,হ ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী ও সন্তানসহ ধানকাটা শ্রমিককে মৃ ;্‌, ত ঘোষণা করেন।

চকপাড়া এলাকার বাসিন্দা নাদের আহমেদ বলেন, আমাদের এলাকার বড় ভাই মোসলেহ উদ্দীন। সকালে বৃষ্টির মধ্যে বাজারের উদ্দেশ্যে বের হয়। এসময় ব, ্জ্র‌,’পাত হলে তার মৃ্‌্‌ ত্যু হয়। তার পরিবার সহ এলাকার সকলেই শো,্কা‌,হত।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবির বাশার বলেন, সকালে ব, ্‌, জ্র; পাতের ঘটনায় ৫ জনকে আমাদের হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৪ জনকে মৃ; ্‌, ত অবস্থায় আনা হয়। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ব, ্‌, জ্র; পাতের পৃথক ঘটনায় ৪ জন নি; ্‌, হত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালের ম;্‌,,র্গে গিয়ে লা্‌্‌,;শ পরিদর্শন করাসহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছে। নি. ্হ‌,; তদের ম;,,রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।