
নরসিংদীর মনোহরদীতে অটোরিকশা ছিনতাই প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে বড়চাপা হাই স্কুল মাঠে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে বড়চাপা অটোরিকশা চালক ও মালিকরা অংশ নেন। সভায় চালকরা অটোরিকশা ছিনতাই, চুরিসহ বিভিন্ন ঘটনার বিবরণ ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফরিদ উদ্দিন, বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম (শরীফ) এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদুল কবির সবল, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ সোলায়মান, আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান আলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অপরিচিত রাস্তায় ভাড়া যাওয়া, চেতনানাশক খাবার খাওয়ানো, উদ্দেশ্যহীনভাবে সারাদিনের জন্য ভাড়ায় যাওয়া, মাদক ও নারীর প্রলোভন, বেশি ভাড়ার প্রলোভনে প্রলুব্ধ করাসহ বিভিন্ন ঝুঁকি ও কৌশল নিয়ে চালকদের জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়।
এ সময় মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, সম্প্রতি একের পর এক ব্যাটারিচালিত রিকশা চুরি ও ছিনতাই হচ্ছে। চালকদের জীবনও হুমকির মুখে পড়ছে। পুলিশের পক্ষ থেকে ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
সেই সঙ্গে চালকদের সতর্ক থেকে রিকশা চালানোর পাশাপাশি তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার কথা বলা হয়। এ ছাড়া কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করার নির্দেশ দেয়া হয়।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট