
পবিত্র মাহে রামাদানুল মোবারক উপলক্ষে আজ শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্ত আগ্রা চাইনিজ এনড রেস্টুরেন্টে বন্ধু মহলের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকদের মুখপাত্র মেহেফুজ হিমেল এর সভাপতিত্বে ও শিহাব রেজার উপস্থাপনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পড়েন মেহেদি হাসান সোহেল, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবেদ হোসেন তানভির, সাংবাদিক জবর আলী রানাসহ বন্ধু মহলের সকল প্রিয় মুখ। ইফতার মাহফিলে বন্ধু মহলের মুখপাত্র জানান, বছরে একটি দিন অন্তত এই পবিত্র রমজান মাসে সকলের কাজের ফাাঁকে ও উপস্থিত থেকে রমজান উপলক্ষে দেখা হয় ও রমজান মাসে প্রত্যেক বছরে একবার হলেও সুযোগ হয় আল্লাহর রহমতে। বিগত দিনেও এমনি ভাবে ইফতার আয়োজনের মধ্যে দিয়ে উপস্থিত হয়ে দাওয়াত কবুল করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহেফুজ হিমেল। আগামী দিনগুলোও একই ভাবে চেষ্টা করবো বেঁচে থাকলে ইনসসাল্লাহ।