বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

- প্রকাশের সময় : ০৯:০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২১৪ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার ৭০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী পরিতোষ দাস ও সম্পাদক সন্তোষ ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক স্মারকে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
৭০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শ্রী রাজু চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শান্ত আচার্য্য, সাংগঠনিক সম্পাদক অর্নব দেব এবং অমিত পালকে কোষাধ্যক্ষ দায়িত্ব দিয়ে ৭০ সদস্য পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তাদেরকে এই দায়িত্ব দেওয়ায় তারা মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং যথাযত দায়িত্ব পালনে ন্যায় নিষ্ঠার মাধ্যমে সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন তারা।