বাংলাদেশ জামায়াতী ইসলামী সকলকে ক্ষমা করে দিয়েছে : খায়রুল ইসলাম
- প্রকাশের সময় : ০৮:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাহাদুরসাদী ইউনিয়নের উদ্যোগে সহযোগী সম্মেলনের আয়োজন করা হয়েছে । শুক্রবার (৩০শে আগস্ট ) বিকাল ০৩টায় বাহাদুরসাদীর বাসাইর বাজার ট্রলার ঘাটে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় । এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি খায়রুল ইসলাম উপস্থিত কর্মী সমর্থকদের আগামী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি আস্থা রাখার আহবান করেন । তিনি বলেন, বিগত ১৬ বছরে আমাদের সাথে যা হয়েছে তা আমরা ক্ষমা করে দিয়েছি । তাছাড়া আমাদের সাংগঠনিকভাবে তা ক্ষমা করে দেয়া হয়েছে । আমরা চাই সবাইকে সাথে নিয়ে নতুন সুন্দর একটি ইসলামিক বাংলাদেশ গড়তে তাই সকলের সহযোগিতা কামনা করছি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির মাওলানা মাহমুদুল হাসান ও উপজেলা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম ।অন্যদিকে এ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইসলামিক সংগঠনের শিল্পীরা ইসলামিক গজল পরিবেশন করেন । এবং অনুষ্ঠান শেষে সকলেই সকলের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ।