বাবার মারধরে বাকপ্রতিবন্ধী ছেলের মৃত্যু, আটক বাবা
- প্রকাশের সময় : ০৮:২৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৩১৮ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট ডট কম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে বাবার হাতে মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা বাকপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৩ জুন) ভোরে বাবাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ সন্তানের জনক বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহ।
এই ঘটনায় আটককৃত মজিদ মোল্লার বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৬ জুন পারিবারিক বিষয় নিয়ে মজিদ মোল্লার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে ছেলে হেদায়েত তার মাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে হেদায়েতকে বেধড়ক মারধর করেন তার বাবা। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান হেদায়েত।
হেদায়েতের তিন মাস বয়সি একটি পুত্রসন্তান রয়েছে। স্ত্রী রাকিবা আক্তার বলেন, আমার স্বামীকে তারা মেরে ফেলছে ‘আমি আমার তিন মাসের অবুঝ শিশুকে নিয়ে এখন কী করব? আমার স্বামী হত্যার বিচার চাই।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার প্রতিদিনের পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পিতা মজিদ মোল্লাকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।