০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা:প্রধানমন্ত্রী”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা:প্রধানমন্ত্রী|

বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা।রেলে আগুন, গাড়িতে আগুন, বাসে আগুন, লঞ্চে আগুন-কোথায় তারা আগুন দেয়নি। তারা ৩ হাজার মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, ৫০০ মানুষকে হত্যা করেছে, সাড়ে ৩ হাজার গাড়ি তারা পুড়িয়েছে। ধ্বংস ছাড়া তারা কিছু পারে না।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আমরা ২১ আগস্ট র‌্যালি করছিলাম, সেই র‌্যালিতে দিনে-দুপুরে গ্রেনেড ছুড়ে মারে এই খালেদা জিয়া-তারেক জিয়া গং।যে গ্রেনেড যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় সেই গ্রেনেড ছুড়ে আমাদের ওপর।

প্রধানমন্ত্রী বলেন, জামায়াত-বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে? অগ্নিসন্ত্রাস, খুন, মানি লন্ডারিং এগুলো দিয়েছে।

জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের ২৯ প্রকল্পের উদ্বোধন করেন। এক হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একইসঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে আরও ৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। বিকেল তিনটার দিকে জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।

এদিকে জনসভায় যোগ দিতে ভোর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। তাদের মিছিল-স্লোগানে মুখর ছিল সমুদ্র নগরীর সড়ক-মহাসড়ক।

শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

এর আগে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

জনপ্রিয়

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-১

error: Content is protected !!

“বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা:প্রধানমন্ত্রী”

আপডেট : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা:প্রধানমন্ত্রী|

বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা।রেলে আগুন, গাড়িতে আগুন, বাসে আগুন, লঞ্চে আগুন-কোথায় তারা আগুন দেয়নি। তারা ৩ হাজার মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, ৫০০ মানুষকে হত্যা করেছে, সাড়ে ৩ হাজার গাড়ি তারা পুড়িয়েছে। ধ্বংস ছাড়া তারা কিছু পারে না।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আমরা ২১ আগস্ট র‌্যালি করছিলাম, সেই র‌্যালিতে দিনে-দুপুরে গ্রেনেড ছুড়ে মারে এই খালেদা জিয়া-তারেক জিয়া গং।যে গ্রেনেড যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় সেই গ্রেনেড ছুড়ে আমাদের ওপর।

প্রধানমন্ত্রী বলেন, জামায়াত-বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে? অগ্নিসন্ত্রাস, খুন, মানি লন্ডারিং এগুলো দিয়েছে।

জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের ২৯ প্রকল্পের উদ্বোধন করেন। এক হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একইসঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে আরও ৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। বিকেল তিনটার দিকে জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।

এদিকে জনসভায় যোগ দিতে ভোর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। তাদের মিছিল-স্লোগানে মুখর ছিল সমুদ্র নগরীর সড়ক-মহাসড়ক।

শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

এর আগে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box