০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“বিএনপির সমাবেশস্থল হেলিকপ্টার থেকে নজরদারি”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৮:২৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির সমাবেশস্থল হেলিকপ্টার থেকে নজরদারি|

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

শনিবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাবে জানায়, র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড এবং হেলিকপ্টার ইউনিট সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের গোয়েন্দা বিভাগকে সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সমাবেশ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। গত তিন দিনে নানা ঘটনার পর শুক্রবার দুপুরে সমাবেশের অনুমতি পাওয়ার পর রাতের মধ্যে ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন।

মধ্যরাত থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। এসব স্লোগানে দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। এ সময় স্লোগানের মাধ্যমে নিজ নিজ কর্মীদের উজ্জীবিত রাখতে দেখা যায় নেতাদের।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

error: Content is protected !!

“বিএনপির সমাবেশস্থল হেলিকপ্টার থেকে নজরদারি”

আপডেট : ০৮:২৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির সমাবেশস্থল হেলিকপ্টার থেকে নজরদারি|

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

শনিবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাবে জানায়, র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড এবং হেলিকপ্টার ইউনিট সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের গোয়েন্দা বিভাগকে সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সমাবেশ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। গত তিন দিনে নানা ঘটনার পর শুক্রবার দুপুরে সমাবেশের অনুমতি পাওয়ার পর রাতের মধ্যে ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন।

মধ্যরাত থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। এসব স্লোগানে দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। এ সময় স্লোগানের মাধ্যমে নিজ নিজ কর্মীদের উজ্জীবিত রাখতে দেখা যায় নেতাদের।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box