০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“বিয়ের আসরে কনেকে গাধা উপহার দিলেন বর”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০১:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের আসরে কনেকে গাধা উপহার দিলেন বর|

বিয়ের অনুষ্ঠানে নববধূকে গাধা উপহার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন বর। দুই পাকিস্তানি ইউটিউবার আজলান শাহ ও বরিষা জাভেদ খানের বিয়েতে এ ঘটনা ঘটেছে।

আর এ বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বর আজলান শাহ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন আজলান শাহ ও বরিষা জাভেদ খান। বিয়ের অনুষ্ঠানে কনেকে একটি ছোট গাধা উপহার দেন আজলান শাহ। একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আজলান। একই সঙ্গে তিনি এমন ব্যতিক্রমী উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

আজলান লিখেছেন— তিনি জানতেন বরিষা বাচ্চা গাধা পছন্দ করেন। তাই তার পক্ষ থেকে বরিষার জন্য এ উপহার।

তিনি আরও জানান, বাচ্চা গাধাটিকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়নি। বাচ্চাটির সঙ্গে তার মাকেও নিয়ে এসেছেন তিনি।

আর প্রিয় মানুষটির কাছ থেকে প্রিয় উপহার পেয়ে ব্যাপক আনন্দিত নববধূ বরিষা। তিনি বাচ্চা গাধাটিকে আদর করেন এবং এর মাথায় হাত বোলান।

নবদম্পতি গাধা শাবকটির নাম রেখেছেন ‘ভোলা’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

জনপ্রিয়

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-১

error: Content is protected !!

“বিয়ের আসরে কনেকে গাধা উপহার দিলেন বর”

আপডেট : ০১:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের আসরে কনেকে গাধা উপহার দিলেন বর|

বিয়ের অনুষ্ঠানে নববধূকে গাধা উপহার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন বর। দুই পাকিস্তানি ইউটিউবার আজলান শাহ ও বরিষা জাভেদ খানের বিয়েতে এ ঘটনা ঘটেছে।

আর এ বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বর আজলান শাহ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন আজলান শাহ ও বরিষা জাভেদ খান। বিয়ের অনুষ্ঠানে কনেকে একটি ছোট গাধা উপহার দেন আজলান শাহ। একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আজলান। একই সঙ্গে তিনি এমন ব্যতিক্রমী উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

আজলান লিখেছেন— তিনি জানতেন বরিষা বাচ্চা গাধা পছন্দ করেন। তাই তার পক্ষ থেকে বরিষার জন্য এ উপহার।

তিনি আরও জানান, বাচ্চা গাধাটিকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়নি। বাচ্চাটির সঙ্গে তার মাকেও নিয়ে এসেছেন তিনি।

আর প্রিয় মানুষটির কাছ থেকে প্রিয় উপহার পেয়ে ব্যাপক আনন্দিত নববধূ বরিষা। তিনি বাচ্চা গাধাটিকে আদর করেন এবং এর মাথায় হাত বোলান।

নবদম্পতি গাধা শাবকটির নাম রেখেছেন ‘ভোলা’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box