বিশ্বকাপ জিতেছেন মেসি, এবার বিয়ে করবেন ইউপি সদস্য
- প্রকাশের সময় : ০২:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ২১০ বার পড়া হয়েছে
ফেনী জেলা প্রতিনিধি || ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়্ন হলে তবেই বিয়ে করবেন’ বলে প্রতিশ্রুতি দিয়ে বিপাকে পড়েছেন ফেনীর পরশুরাম উপজেলার এক ইউপি সদস্য। নিজের প্রতিশ্রুতি রক্ষায় ও নেতাকর্মীদের পীড়াপীড়িতে বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি।
ওই ইউপি সদস্যের নাম ফজলুল বারী মনছুর (৪০)। তিনি মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবারের নির্বাচিত সদস্য। পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও মির্জানগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
এরআগে দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে করবেন না বলে পরিবারকে জানিয়ে দেন তিনি।
গত ২৯ নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসে ইউপি সদস্য ফজলুল বারী প্রতিশ্রুতি দেন, এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে খুব শিগগির বিয়ে করবেন। নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছেও একই প্রতিশ্রুতি দেন।
রোববার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের ফাইনাল খেলায় বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর সোমবার (১৯ ডিসেম্বর) তার গ্রাম ও আশপাশের প্রায় দুই শতাধিক মানুষ মিছিল নিয়ে তার বাড়িতে যান। পরে তাকে স্থানীয় তুলাতুলি বাজারে পাওয়া যায়। প্রতিশ্রুতির বিষয় তাকে চাপ দিলে একপর্যায়ে তিনি তিন মাসের মধ্যে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন।
ফজলুল বারী মনছুর প্রতিদিনের পোস্টকে বলেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করবো। আগামী তিন মাসের মধ্যে বিয়ে করবো।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট