
স্পোর্টস ডেস্ক || বিশ্বকাপ ফুটবলের ফাইনাল কাতারে, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ পুলিশ মোতায়েন
কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ রবিবার রাত ৯টায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশ্বকাপ ফুটবল শুরুর পর থেকেই এই আয়োজন নিয়ে আনন্দ-আবেগ-উচ্ছ্বাসে মেতে আছে পুরো দেশ। যা ফাইনালকে ঘিরে ভিন্নমাত্রা পেয়েছে।
বিশ্বকাপ ফাইনাল খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া শহরে দেড় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনসেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে রিজার্ভ সদস্যদের। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

এসপি আরও জানান, বড় পর্দায় যেখানে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শন করা হবে সেখানে পুলিশের একাধিক টিম তৎপর থাকবে। জেলা গোয়েন্দা শাখার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তা রোধ করবে। এ ছাড়া পুলিশ লাইনসে রিজার্ভ পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। সে সময় ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডি মারিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।
প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্ব ও নকআউটের সব ম্যাচেই গোল করলেন লিওনেল মেসি। এর আগে লোথার ম্যাথাউসকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি।
এটি ছিল মেসির ২৬তম ম্যাচ। এর আগে শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করেন তিনি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও গোল ছিল তার। ফাইনালেও জালের দেখা পেলেন তিনি।
২১ মিনিটে বক্সের মধ্যে ডেম্বেলে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেলে দিলে পেনাল্টি থেকে বিশ্বকাপের ষষ্ঠ গোল করেন মেসি। গোল্ডেন বুটের দৌড়েও পেছনে ফেললেন পাঁচ গোল করা কিলিয়ান এমবাপ্পেকে। এনিয়ে বিশ্বকাপে ১২ গোল করলেন মেসি।
রোববার ২৪তম মিনিট খেলে মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড ভাঙলেন। যে রেকর্ডটি আগে ছিল ইতালিয়ান লিজেন্ড পাওলো মালদিনি, তিনি খেলেছেন ২২১৭ মিনিট।
আরও পড়ুন: ডি মারিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা
ডি মারিয়া দলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা আবারো প্রমাণ করলেন। নক-আউট রাউন্ডের একটি ম্যাচেও একাদশে সুযোগ পাননি ইনজুরির কারণে।
বিশ্বকাপের ফাইনালে একাদশে সুযোগ পেয়েই নিজের জাত জেনালেন তিনি। দুর্দান্ত এক কাউন্টার এটাক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেন তিনি।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট