বেলাবতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৭ বার পড়া হয়েছে
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের আয়োজনে সকাল থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আলী আকবরের সভাপতিত্বে ও এন.ভি.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রহমত উল্লাহ ও নিলুফা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল।
এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য ও বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ খোর্শেদ আলম,নাক,কান, গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফুলবানু বেগম, পাতিলাধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী মোখলেছুর রহমান উৎপল,বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মনির নবী,হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কান্তা মনি’সহ শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।