
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ব্রাজিলের জয়ে ভক্তদের যে উপহার দিলেন মিম|
কাতার বিশ্বকাপ জমে উঠেছে। গ্রুপপর্ব শেষ করে শুরু হয়েছে রাউন্ড অব সিক্সটিনের খেলা। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ আরও বেশ কটি দল।
তবে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি। আর এ দেশের মিডিয়া তারকাদের বেশিরভাগই এ দুই দলেরই সমর্থক।
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও ব্রাজিল ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপ ফুটবল আসরের শুরু থেকে পছন্দের দল ব্রাজিলকে নিয়ে বিভিন্ন সময় নানা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার বিকাল ৪টা ১০ মিনিটে সমুদ্রপাড়ে নিজের বসে থাকার একটি ছবি পোস্ট করেন মিম। ‘বিচ চেয়ারে’ বসে পেছনে ফিরে তাকিয়ে দুই হাতে ভিক্টরি সাইন দিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় এ নায়িকা।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এটি ব্রাজিল ভক্তদের জন্য। ব্রাজিলের জয় উপভোগ করুন
প্রিয় নায়িকার পক্ষ থেকে এমন উপহার পেয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন পোস্টটি। কেউ কেউ প্রিয় তারকার ছবি তোলার ভঙ্গিমারও প্রশংসা করেছেন কমেন্ট বক্সে
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট