০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভাটেক সহ ৩ সদস্যের অজ্ঞান পার্টি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ০১টি বিভাটেক সহ অজ্ঞান পার্টির ৩ সদস্যেকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

আটককৃত আসামীগন হলো, (১)কালিকচ্ছ গ্রামের কাশেম মিয়ার ছেলে ইমন মিয়া, (২)আ:হালিমের ছেলে জাকির খান, (৪) চান বাদশার ছেলে মো: হোসেন।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৫ই জুলাই শনিবার দুপুর সারে বারটার দিকে সুহিলপুর (উত্তরপাড়া)র মো: আলী আজমের ছেলে শাহপরান (১২) অটোরিক্সা নিয়ে কাজের উদ্যেশ্যে বাড়ি হতে বের হলে পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে সুহিলপুর বাজারে যাওয়ার কথা বলে উঠেন। এসময় পানির বোতলে নেশা জাতীয় দ্রব্য মিশাইয়া শাহপরানকে পান করানোর কিছুক্ষনের মধ্যে সে অজ্ঞান হয়ে পরেন।

এসময় চালককে রাস্তায় ফেলে আসামীগন অটো রিকসা নিয়ে পালিয়ে যাওয়ার সময় অন্য এক বিভাটেক অটোরিকসা চালক তা দেখে লোকজনদের সহায়তায় বিভাটেক সহ উপস্থিত জনতা তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিভাটেক সহ বর্ণিত আসামীগণদের আটক করেন। স্থানীয়রা অটোচালককে শাহপারান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিভাটেক সহ ৩ সদস্যের অজ্ঞান পার্টি আটক

প্রকাশ : ০১:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ০১টি বিভাটেক সহ অজ্ঞান পার্টির ৩ সদস্যেকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

আটককৃত আসামীগন হলো, (১)কালিকচ্ছ গ্রামের কাশেম মিয়ার ছেলে ইমন মিয়া, (২)আ:হালিমের ছেলে জাকির খান, (৪) চান বাদশার ছেলে মো: হোসেন।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৫ই জুলাই শনিবার দুপুর সারে বারটার দিকে সুহিলপুর (উত্তরপাড়া)র মো: আলী আজমের ছেলে শাহপরান (১২) অটোরিক্সা নিয়ে কাজের উদ্যেশ্যে বাড়ি হতে বের হলে পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে সুহিলপুর বাজারে যাওয়ার কথা বলে উঠেন। এসময় পানির বোতলে নেশা জাতীয় দ্রব্য মিশাইয়া শাহপরানকে পান করানোর কিছুক্ষনের মধ্যে সে অজ্ঞান হয়ে পরেন।

এসময় চালককে রাস্তায় ফেলে আসামীগন অটো রিকসা নিয়ে পালিয়ে যাওয়ার সময় অন্য এক বিভাটেক অটোরিকসা চালক তা দেখে লোকজনদের সহায়তায় বিভাটেক সহ উপস্থিত জনতা তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিভাটেক সহ বর্ণিত আসামীগণদের আটক করেন। স্থানীয়রা অটোচালককে শাহপারান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box