
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কম || ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করিম শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করিম শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, ইউপি চেয়ারম্যান এসকে হেলাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনসুর আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছিনা আক্তার খান প্রমুখ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট