
এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের কমিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জামাল উদ্দিন নাগর। তিনি সদর উপজেলা যুবলীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার(২৬ এপ্রিল) বিকেলে সুহিলপুর বাজারে ইউনিয়ন যুবলীগের এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন জামাল উদ্দিন নাগর।
এসময় সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক হানিফ মুন্সি’র সভাপতিত্বে ও সদর থানা যুবলীগের সহ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির খান, জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সেলিম মোল্লা , জেলা ট্রাক ও শ্রমিক ইউনিয়নের সহ – সাধারণ সম্পাদক রাজু খন্দকার, সাবেক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদু মিয়া, সদর থানা যুবলীগের সহ- সম্পাদক মনির ভুঁইয়া, বিশিষ্ট ক্রীড়া প্রেমিক মুজাহিদ নাগর , সোহেল হাজারী,সাদেকুর রহমান প্রমুখ। এছাড়াও সাবেক ও বর্তমান যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামাল উদ্দিন নাগর ঈদ শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন চান।