
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হামিদা বেগমের একটি কিডনি বিকল সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। তার চিকিৎসা করাতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, বহিঃবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নবীনগরের প্রবাসীদের নজরে আসলে, অসহায় হামিদা বেগমের চিকিৎসার জন্য মানবতার দূত হিসেবে এগিয়ে আসেন।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশিষ্ট সমাজ সেবিকা সাবিনা ইয়াসমিন পুতুলের নেতৃত্বে চিকিৎসার জন্য হামিদা বেগমের হাতে ২৫ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
প্রবাস থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তারা হলেন, সিঙ্গাপুর প্রবাসী মোঃ আনোয়ার হোসেন,বাহরাইন প্রবাসী মোঃ আব্দুল জলিল ,মালয়েশিয়া প্রবাসী মোঃ সাদেক আহমেদ ,মালয়েশিয়া প্রবাসী,মোঃ আক্তারুজ্জামান সৌদি প্রবাসী, মোঃ এনামুল ,মালয়েশিয়া প্রবাসী মোঃ তোফাজ্জল ,মোঃ শিব্বির,বাহরাইন প্রবাসী মোঃ হাজামাইন উদ্দিন ,বাহরাইন প্রবাসী মোঃ ওবায়দুল ইসলাম সাগর ,বাহরাইন প্রবাসী মোঃ মাসুদ।
অনুদানকালে সাবিনা ইয়াসমিন পুতুল বলেন, প্রবাসীদের কষ্টের টাকা দিয়ে এই অসহায় পরিবারের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন।তারা যেনো আগামীতেও এমন অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে নিবেদিতা ভাবে কাজ করতে পারে সেজন্য মন থেকে দোয়া রইল।
প্রবাসীরা জানান, আমাদের সম্মেলিত প্রচেষ্টায় এই অসহায় পরিবারটির পাশে ক্ষুদ্র কিছু অনুদান নিয়ে পাশে দাড়িয়েছি, সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানায় তারা যেন অসহায় এই পরিবারটি পাশে এসে দাঁড়ান।