০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“ভালো সিনেমার প্রস্তাব আসেনি বলে কাজ করিনি”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৫:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভালো সিনেমার প্রস্তাব আসেনি বলে কাজ করিনি|

এ সময়ের প্রতিশ্রুতিশীল মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। বেশ কিছুদিন বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন এ অভিনেত্রী। কাজ করছেন নতুন সিনেমায়। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

** অভিনয়ের ব্যস্ততা কম। ‘কাগজ : দ্য পেপার’ নামে একটি সিনেমার শুটিং করেছিলাম। সেটি সম্প্রতি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। শিগ্গির এটি মুক্তি দেওয়া হবে বলে শুনেছি। এর প্রচারণা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি নতুন কয়েকটি প্রজেক্টে কাজ করার কথা চলছে। চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত কাউকে জানাতে চাই না।

* ‘কাগজ : দ্য পেপার’ সিনেমার গল্প ও আপনার চরিত্র কেমন?

** সিনেমার গল্পটি মূলত একজন লেখকের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আত্মজীবনী নয়। সিনেমাতে দর্শক আমাকে একজন লেখকের মেয়ের চরিত্রে দেখতে পাবেন। চরিত্রের পুরো বিবরণী এখন দিতে চাই না। দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখলে সব জানতে পারবেন।

* আপনি হারিয়ে গেছেন-এমন খবর প্রায় শোনা যায়…

** এটি ঠিক নয়। যদি হারিয়ে যেতাম তবে আপনি কীভাবে কথা বলছেন? আর আমিও বা কীভাবে সিনেমার শুটিং করেছি? আসলে মাঝে কিছুদিন ব্যক্তিগত কারণে বিরতি দিয়েছিলাম। সে কারণেই হয়তো কেউ কেউ বলছেন হারিয়ে গেছি। এটা সত্যি, আমার কাছে ভালো সিনেমার প্রস্তাব আসেনি বলে কাজ করিনি। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই কাজ করব। তবে দর্শক ভক্তদের জন্য শিগ্গির একটি সুখবর নিয়ে আসছি।

* অভিনয় ছাড়া আর কোনা কাজ করেন?

** আমি একটি মাল্টিন্যাশন্যাল কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। অভিনয়ের পাশাপাশি এটি করছি। দায়িত্বটি আমি খুব উপভোগও করছি।

* ওয়েব মাধ্যমে কাজ করার ইচ্ছা আছে?

** ইচ্ছা কেন থাকবে না। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই কাজ করব।

* মুক্তির অপেক্ষায় আছে কোন কোন সিনেমা?

** ‘রোদ্র ছায়া’, ‘গন্তব্য’ ও ‘শিবরাত্রি’ নামের সিনেমাগুলোর কাজ অনেক আগেই শেষ করেছি। বলা যায় এগুলোই মুক্তির অপেক্ষায় আছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

জনপ্রিয়

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-১

error: Content is protected !!

“ভালো সিনেমার প্রস্তাব আসেনি বলে কাজ করিনি”

আপডেট : ০৫:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভালো সিনেমার প্রস্তাব আসেনি বলে কাজ করিনি|

এ সময়ের প্রতিশ্রুতিশীল মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। বেশ কিছুদিন বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন এ অভিনেত্রী। কাজ করছেন নতুন সিনেমায়। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

** অভিনয়ের ব্যস্ততা কম। ‘কাগজ : দ্য পেপার’ নামে একটি সিনেমার শুটিং করেছিলাম। সেটি সম্প্রতি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। শিগ্গির এটি মুক্তি দেওয়া হবে বলে শুনেছি। এর প্রচারণা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি নতুন কয়েকটি প্রজেক্টে কাজ করার কথা চলছে। চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত কাউকে জানাতে চাই না।

* ‘কাগজ : দ্য পেপার’ সিনেমার গল্প ও আপনার চরিত্র কেমন?

** সিনেমার গল্পটি মূলত একজন লেখকের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আত্মজীবনী নয়। সিনেমাতে দর্শক আমাকে একজন লেখকের মেয়ের চরিত্রে দেখতে পাবেন। চরিত্রের পুরো বিবরণী এখন দিতে চাই না। দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখলে সব জানতে পারবেন।

* আপনি হারিয়ে গেছেন-এমন খবর প্রায় শোনা যায়…

** এটি ঠিক নয়। যদি হারিয়ে যেতাম তবে আপনি কীভাবে কথা বলছেন? আর আমিও বা কীভাবে সিনেমার শুটিং করেছি? আসলে মাঝে কিছুদিন ব্যক্তিগত কারণে বিরতি দিয়েছিলাম। সে কারণেই হয়তো কেউ কেউ বলছেন হারিয়ে গেছি। এটা সত্যি, আমার কাছে ভালো সিনেমার প্রস্তাব আসেনি বলে কাজ করিনি। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই কাজ করব। তবে দর্শক ভক্তদের জন্য শিগ্গির একটি সুখবর নিয়ে আসছি।

* অভিনয় ছাড়া আর কোনা কাজ করেন?

** আমি একটি মাল্টিন্যাশন্যাল কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। অভিনয়ের পাশাপাশি এটি করছি। দায়িত্বটি আমি খুব উপভোগও করছি।

* ওয়েব মাধ্যমে কাজ করার ইচ্ছা আছে?

** ইচ্ছা কেন থাকবে না। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই কাজ করব।

* মুক্তির অপেক্ষায় আছে কোন কোন সিনেমা?

** ‘রোদ্র ছায়া’, ‘গন্তব্য’ ও ‘শিবরাত্রি’ নামের সিনেমাগুলোর কাজ অনেক আগেই শেষ করেছি। বলা যায় এগুলোই মুক্তির অপেক্ষায় আছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box