মনোহরদীতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির পক্ষ থেকে দোয়া ও ইফতার বিতরণ
- প্রকাশের সময় : ১০:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৫৭ বার পড়া হয়েছে
তাজুল ইসলাম বাদল:- নরসিংদীর মনোহরদীতে মাহে রমাজান উপলক্ষে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়োজনে ১৭ এপ্রিল সোমবার বিকেলে চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার চালাকচর, বড়চাপা, চরমান্দালিয়া ও খিদিরপুর, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের কে নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার পার্টির অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল মজিদ মাহমুদ চন্দন, আরো উপস্থিত ছিলেন বড়চাপা ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিন, খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসারর রশিদ বিপ্লব, পাটুলী ইউপি চেয়ারম্যান ইকরামুল হক ভূঁইয়া জামান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মমতাজ উদ্দিন সরকার সুরুজ।