
তানভীর আহমেদ, প্রতিদিনের পোস্ট :- নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়ন আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়ের ৫১বছরে বাংলাদেশের অর্জন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ ইং অনুষ্ঠিত হয়।
বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাঃ নাজমুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডঃ মুঃ ফজলুল হক সভাপতি মনোহরদী উপজেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু প্রিয়াশীষ রায় সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামীলীগ, আলহাজ্ব আব্দুল গনী মাষ্টার সহ-সভাপতি মনোহরদী উপজেলা আওয়ামীলীগ, আফরোজা সুলতানা রুবী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ,
আওয়ামীলীগ নেতা খালেক উজ্জামান আলাল, আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মোঃ হারুন অর রশিদ বাংলাদেশ বেতার ও টেলিভিশন, মোঃ সোলায়মান বেতার ও টেলিভিশন, এটিএন বাংলার তিন চাকার তারকা কালো গোলাপ, সাখাওয়াত হোসেন তুহিন ও সুইটি রানী প্রমুখ।