০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

মনোহরদীতে স্কুল ছাত্রের ঝুলন্ত ম,রদেহ উদ্ধার

  • ডেস্ক নিউজ Post
  • আপডেট : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

তানভীর আহমেদ:- নরসিংদীর মনোহরদীতে অন্তর (১৯) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত ম,র,দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) সকালে থানা পুলিশ ম,রদে.হটি উদ্ধার করে।

নিহত অন্তর বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের মো. বাদল মিয়ার ছেলে। সে বড়চাপা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অন্তর পড়াশোনার পাশাপাশি বড়চাপা বাজারে সায়েম ভান্ডারীর মালিকানাধীন দেওয়ান মেডিক্যাল হলের কর্মচারী ছিল। প্রায় সাত বছর ধরেই ওই দোকানে কাজ করত সে।

বুধবার সকালেও সে দোকান খুলে বেচাকেনা করছিল। বাড়ি থেকে নাস্তা করে আবারও দোকান খুলে। সকাল সাড়ে ১০ টার দিকে এক ব্যক্তি ওই দোকানে ওষুধ আনতে যায়। এসময় তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকেন তিনি। এক পর্যায়ে পাশের ছোট কক্ষে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে অন্তরের ম.র,দেহ ঝু,লছে।

পরে থানায় ফোন করলে পুলিশ এসে লা..শ উদ্ধার করে। জানা যায় এক বছর পূর্বে পার্শ্ববর্তী কটিয়াদী থানার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রামের নুরুল ইসলাম এর মেয়ে তাসফিয়া (২০) কে গোপনে বিয়ে করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানিয়েছেন, আ.ত্ম.হ.ত্যার কারণ জানা যায়নি। সুরতহাল শেষে ম..রদেহ থানায় আনা হয়েছে। ম.য়না.তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল ম..র্গে পাঠানো হবে।

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

ডেস্ক নিউজ Post

error: Content is protected !!

মনোহরদীতে স্কুল ছাত্রের ঝুলন্ত ম,রদেহ উদ্ধার

আপডেট : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

তানভীর আহমেদ:- নরসিংদীর মনোহরদীতে অন্তর (১৯) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত ম,র,দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) সকালে থানা পুলিশ ম,রদে.হটি উদ্ধার করে।

নিহত অন্তর বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের মো. বাদল মিয়ার ছেলে। সে বড়চাপা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অন্তর পড়াশোনার পাশাপাশি বড়চাপা বাজারে সায়েম ভান্ডারীর মালিকানাধীন দেওয়ান মেডিক্যাল হলের কর্মচারী ছিল। প্রায় সাত বছর ধরেই ওই দোকানে কাজ করত সে।

বুধবার সকালেও সে দোকান খুলে বেচাকেনা করছিল। বাড়ি থেকে নাস্তা করে আবারও দোকান খুলে। সকাল সাড়ে ১০ টার দিকে এক ব্যক্তি ওই দোকানে ওষুধ আনতে যায়। এসময় তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকেন তিনি। এক পর্যায়ে পাশের ছোট কক্ষে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে অন্তরের ম.র,দেহ ঝু,লছে।

পরে থানায় ফোন করলে পুলিশ এসে লা..শ উদ্ধার করে। জানা যায় এক বছর পূর্বে পার্শ্ববর্তী কটিয়াদী থানার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রামের নুরুল ইসলাম এর মেয়ে তাসফিয়া (২০) কে গোপনে বিয়ে করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানিয়েছেন, আ.ত্ম.হ.ত্যার কারণ জানা যায়নি। সুরতহাল শেষে ম..রদেহ থানায় আনা হয়েছে। ম.য়না.তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল ম..র্গে পাঠানো হবে।

Facebook Comments Box