
তানভীর আহমেদ:- মনোহরদীর সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তা যোগদান উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত।
১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কনফারেন্স রুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন নতুন যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও উপজেলায় কর্মরত বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে মনোহরদী উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এর আগে তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট