
তানভীর আহমেদ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মরহুম মুছা মিয়া (সি.আই.পি)’র স্মৃতির স্মরণে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দ্বিতীয় খেলা রবিবার বিকেলে আগরপুর হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিনের সভাপতিত্বে ও রামদী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গর সংগঠনের আয়োজনে খেলায় অংশগ্রহণ করেন আগরপুর ইয়াংস্টার ফুটবল একাদশ বনাম মনির খেলাঘর ভৈরব ফুটবল একাদশ।
খেলা শেষে ট্রাইব আকারে মনির খেলাঘর ভৈরব ফুটবল একাদশ কে এক গোলে হারিয়ে আগরপুর ইয়াংস্টার ফুটবল একাদশ জয় লাভ করে। খেলাটি উপভোগ করতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় উৎচেপড়া ভিড় জমায়।
Facebook Comments Box